বেইলী রোড

জ্ঞানীপিডিয়া থেকে

থিয়েটার প্রেমীদের কাছে বেইলী রোড অতি পরিচিত একটি নাম। ঢাকার থিয়েটার চর্চার সাথে এই নামটি গুরুত্বপূর্ণভাবে জড়িয়ে আছে।

নামকরণ[সম্পাদনা | উৎস সম্পাদনা]

বেইলী রোডের নামকরণ নিয়ে বেশ বিতর্ক আছে। মহীশুরের টিপু সুলতান এর সঙ্গে কর্ণেল বেইলী ও সুনাম অর্জন করেছিলেন। এজন্য তার নামানুসারে বেইলী রোডের নামকরণ করা হয়েছে বলে অনেকেই মনে করেন। অন্য ধারনাটি এইচ বেইলীকে ঘিরে। ওয়াহাবী আন্দোলন দমনকালে স্পেশাল বেঙ্গল পুলিশের ডি, আই, জি, এইচ বেইলী উল্লেখযোগ্য ভূমিকা রেখেছিলেন। তার নামানুসারেই বেইলী রোডের নামকরণ হয়েছে বলে কেউ কেউ মনে করেন। <ref name="Najir.hossain.kingbodonti">নাজির হোসেন, "কিংবদন্তির ঢাকা", তৃতীয় সংস্করণ, এপ্রিল ১৯৯৫, থ্রিস্টার কো-অপারেটিভ মালটিপারপাস সোসাইটি লিঃ, ঢাকা, পৃষ্ঠা ৫০</ref>

বর্তমান অবস্থা[সম্পাদনা | উৎস সম্পাদনা]

বেইলী রোড এলাকায় বাংলাদেশ মহিলা সমিতি মঞ্চ অবস্থিত। সেখানে নিয়মিতভাবে বিভিন্ন গ্রুপের নাটক প্রদর্শিত হয়। তাই বেইলী রোড এলাকাকে নাটকপাড়া হিসাবে অভিহিত করা হয়। অবশ্য বেইলী রোড নামটি পরিবর্তন করে নাটক স্মরণী রাখা হয়েছে। তবে এখনো লোকজন বেইলী রোড নামেই চিনছে রোডটিকে।

উল্লেখযোগ্য স্থাপনা[সম্পাদনা | উৎস সম্পাদনা]

গ্যালারি[সম্পাদনা | উৎস সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা | উৎস সম্পাদনা]

<references group=""></references>
স্থানাঙ্ক: ২৩°৪৪′২৭″ উত্তর ৯০°২৪′০৯″ পূর্ব / ২৩.৭৪০৮৭৪° উত্তর ৯০.৪০২৪৪৫° পূর্ব / 23.740874; 90.402445
Fatal error: The format of the coordinate could not be determined. Parsing failed.