ব্যবহারকারী:Md Joni Hossain

Md Joni Hossain
আমি মোঃজনি হোসেন, জন্ম কুমিল্লা জেলার ঘারমোড়া ইউনিয়ন বেড়ে ওঠা।বর্তমানে ঢাকায় থাকি। এসএসসি শেষ করছি ২০২১ সালে সিভিল এভিয়েশন স্কুল এন্ড কলেজ থেকে।বর্তমানে আমি মানবিক বিভাগ থেকে একাদশ শ্রেণিতে পড়াশুনা করছি। আমি বাংলা জ্ঞানীপিডিয়া ছোট সম্পাদনায় করার চেষ্টা করতেছি।জ্ঞানীপিডিয়া বাহিরেও ওকিপিডিয়াসহ সম্পাদনা করি এবং এর পাশাপাশি আমি বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠন হিসেবে কাজ করছি। সাথে প্রথম পরিচয় একজন পাঠক হিসেবে ২০২২ সালে এর দিকে। জ্ঞানীপিডিয়া মাতৃভাষাকে সমৃদ্ধ করার ইচ্ছে নিয়েই ১০ ই এপ্রিল ২০২২ সালের থেকে সম্পাদনা অবদার রাখার চেষ্টা করি।আশা করি বাংলা জ্ঞানীপিডিয়া অবদান রাখা চেষ্টা করবো।