এম ফাতেমা খানম
এম ফাতেমা খানম | |
---|---|
জন্ম | এম ফাতেমা খানম ১৮৯৪ |
মৃত্যু | ১ জুলাই, ১৯৫৭ |
নাগরিকত্ব | ব্রিটিশ ভারত পাকিস্তান |
এম ফাতেমা খানম (জন্ম: ১৮৯৪) একজন সৃজনশীল লেখিকা এবং সমাজ সংস্কারক ছিলেন। তিনি বেগম রোকেয়ার সাথে নারীমুক্তির আন্দোলনে অংশ নেন।
ব্যক্তিগত জীবন[সম্পাদনা | উৎস সম্পাদনা]
ফাতেমা খানম মানিকগঞ্জের তাসবিভাঙ্গা গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম রইসউদ্দিন আহমদ। তিনি রেলওয়ের পুলিশে কর্মরত ছিলেন। প্রাতিষ্ঠানিক শিক্ষার সুযোগ না পেলেও বাড়িতে লেখাপড়া শিখেন। বাংলা, আরবি, উর্দু, হিন্দি, ইংরেজি ফারসি ভাষায় তার ছিলো দক্ষতা । এগারো বছর বয়সে এক পীরের সাথে বিয়ে হয় তার। স্বামী নারীশিক্ষা ও নারী স্বাধীনতার বিরোধী হওয়ায় তার বিদ্যাচর্চায় বাঁধা আসে। এক পর্যায়ে স্বামীর গৃহ ত্যাগ করে কলকাতায় চলে আসেন ফাতেমা খানম।<ref name="ReferenceA">সেলিনা হোসেন ও নুরুল ইসলাম সম্পাদিত; বাংলা একাডেমী চরিতাভিধান; ফেব্রুয়ারি, ১৯৯৭; পৃষ্ঠা- ১০১-১০২।</ref> বাকি জীবনে নারীশিক্ষার জন্য কাজ করেন। তার মৃত্যুর পরে একটি গল্পের বই সপ্তর্ষি প্রকাশ পায়।
মৃত্যু[সম্পাদনা | উৎস সম্পাদনা]
তিনি ১ জুলাই, ১৯৫৭ সালে ঢাকায় মারা যান।