কাব্য হুসেন তালুকদার
কাব্য হুসেন তালুকদার হলো পারভেজ হুসেন তালুকদারের ছদ্মনাম, তিনি একাধারে ছড়াকার, কবি ও শিশুসাহিত্যিক। তারুণ্যের অহংকার ও হাওর অঞ্চলের সুলতান ছড়াকার আখ্যা প্রাপ্ত এই লেখক গুগল নলেজ প্যানেলভুক্তও হয়েছেন।[১] [২] [৩]
কাব্য হুসেন তালুকদার | |
---|---|
![]() | |
জন্ম | জান্নাত হোসেন ২৩ শে আগস্ট ২০০৫ ইংরেজি। জটিচর, দিরাই, সুনামগঞ্জ, বাংলাদেশ। |
জাতীয়তা | বাংলাদেশী |
পেশা | ছড়াকার, কবি ও শিশুসাহিত্যিক |
পরিচিতির কারণ | সাহিত্যকর্ম |
উচ্চতা | ৫ ফুট ৫ ইঞ্চি |
উপাধি |
|
পিতা-মাতা | আবুল কাশেম তালুকদার, সুলতানা পারভিন |
জন্ম[সম্পাদনা | উৎস সম্পাদনা]
জন্ম ২০০৫ সালের ২৩শে আগস্ট সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার জটিচর গ্রামে। পিতা আবুল কাশেম তালুকদার ও মাতা সুলতানা পারভিন। নিজের পাঁচ ভাইয়ের মধ্যে তিনিই বড়।
লেখাপড়া[সম্পাদনা | উৎস সম্পাদনা]
লেখাপড়ায় গচিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পিএসসি পাস করেন ২০১৬ সালে এবং গচিয়া এস এস উচ্চ বিদ্যালয় থেকে জেএসসি পাস করেন ২০১৯ সালে। তিনি সিলেট বোর্ড থেকে ২০২২ সালের এসএসসি পরিক্ষার্থী।
সম্পাদনা[সম্পাদনা | উৎস সম্পাদনা]
- কাব্য কিশোর ছড়া বিষয়ক ম্যাগাজিন।
- মুক্তকথন ম্যাগাজিন।
প্রকাশনা[সম্পাদনা | উৎস সম্পাদনা]
এই লেখক দেশ বিদেশের বিভিন্ন পত্র পত্রিকা ও ম্যাগাজিনে নিয়মিত লিখেন। তিনি ইন্টারনেট নির্ভর দুনিয়ার সাথে তাল মিলিয়ে প্রকাশ করেন ই-বই
- মজার পড়া ছন্দ ছড়া
- চাওয়া না চাওয়া
- The Imperfect Desires of Life: Novel
এবং অমর একুশে বইমেলা ২০২২ এ প্রকাশ হয় তাঁর ছড়াগ্রন্থ ছড়ার ঝলক।