দিদার খান
দিদার খান | |
---|---|
Didar Khan | |
![]() | |
জন্ম | মোঃ নেয়ামত উল্লাহ ১০ জানুয়ারি ১৯৯৭ |
জাতীয়তা | বাংলাদেশী |
পেশা | গায়ক, গীতিকার, সুরকার |
কর্মজীবন | ২০১৪-বর্তমান |
দিদার খান (জন্মঃ ১০ জানুয়ারি ১৯৯৭) একজন বাংলাদেশী গায়ক, গীতিকার, সুরকার। দিদার খান তার প্রথম একক অ্যালবাম 'প্রেমের সময় প্রেম' প্রকাশ করেন ১৪ ফেব্রুয়ারী ২০১৭ সালে।
শৈশব ও শিক্ষা জীবন[সম্পাদনা | উৎস সম্পাদনা]
দিদার খান বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের অন্তর্গত কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার বাকশীমূল ইউনিয়ন এর আজ্ঞাপুর গ্রামে জন্ম গ্রহন করেন। তার পিতার নাম মোঃ জাকির হোসেন ও মাতার নাম মোসাঃ রোকেয়া বেগম। তার শৈশবের সময়গুলো পরিবারের সাথে জন্মস্থানেই কেটেছে। দিদার খান বুড়িচং উপজেলার মোরশেদা বেগম বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় থেকে ২০১৩ সালে এসএসসি ও ২০১৫ সালে কালিকাপুর আব্দুল মতিন খসরু সরকারি কলেজ ব্যবসায় শিক্ষা শাখা থেকে কৃতিত্বের সঙ্গে এইচএসসি পাস করেন, এবং ২০২০ জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে ব্যবস্থাপনা বিষয়ে স্নাতকোত্তর সম্পন্ন করেন।
সঙ্গীত জীবন[সম্পাদনা | উৎস সম্পাদনা]
দিদার খান গানের প্রতি বিশেষ আগ্রহী ছিলেন তিনি বড় হয়ে সংগীতের প্রতি অনুরাগ গড়ে তোলেন। দিদার খান ২০১০ সালে জেলা শিল্পকলা একাডেমি কুমিল্লা থেকে সঙ্গীত নিয়ে শিক্ষা গ্রহণ করেন এবং তিনি ছায়ানট থেকে লোকসংগীত এর উপর শিক্ষা গ্রহণ করেন, দিদার খান বাংলাদেশে ২০১৪ সালে সঙ্গীত শিল্পী হিসাবে কাজ শুরু করেছিলেন। এবং তিনি বর্তমানে বাংলাদেশে সংগীত শিল্পী হিসাবে নিরলসভাবে কাজ করছেন।
স্টুডিও অ্যালবাম[সম্পাদনা | উৎস সম্পাদনা]
সাল | অ্যালবাম | গীতিকার | সুরকার | সঙ্গীত পরিচালক | প্রযোজক |
---|---|---|---|---|---|
২০১৭ | প্রেমের সময় প্রেম | রায়ান মাহফুজ, দিদার খান, কিশোর কুমার কনক | দিদার খান | বাসুদেব ঘোষ, শাওন রহমান, এ আর হাসান | সুরাঞ্জলী |
একক গান[সম্পাদনা | উৎস সম্পাদনা]
সাল | গানের নাম | সুরকার | গীতিকার | প্রযোজক |
---|---|---|---|---|
২০১৫ | এক জীবনে | মম রহমান | কাজী শাহীন | প্রোটিউন |
২০১৬ | রঙ্গিন মন | দিদার খান | দিদার খান | প্রোটিউন |
২০১৮ | নেশা | দিদার খান | ডিএম দিপু, দিদার খান | সিএমভি মিউজিক |
২০২০ | তোমার হাসি | দিদার খান | ডিএম দিপু | প্রোটিউন |
২০২০ | ভালোবাসি শুধু তোমায় | দিদার খান | দিদার খান | এমআর মিউজিক বিডি |