নবকুমার ইন্সটিটিউশন
টেমপ্লেট:Infobox High Schoolনবকুমার ইন্সটিটিউশন ও ড. শহীদুল্লাহ কলেজ বাংলাদেশের ঢাকা শহরের উমেশ দত্ত সড়কে (৭ নং বকশিবাজার সড়ক) অবস্থিত শতবর্ষী শিক্ষা প্রতিষ্ঠান। পুরানো ঢাকার এই শিক্ষা প্রতিষ্ঠানটি ১৯১৬ সালে প্রতিষ্ঠিত হয়। এর নামকরণ করা হয় এলাকার জমিদার নবকুমারের নামানুসারে। প্রতিষ্ঠানটি শহরের বকশীবাজার এলাকায় বদরুন্নেসা কলেজ ও ঢাকা আলীয়া মাদ্রাসার মাঝে অবস্থিত। প্রতিষ্ঠানটি পুরনো ঢাকার অভিজাত পরিবার গুলির বাসস্থান লালবাগ, ইসলামপুর, ওয়ারীসহ গোটা ঢাকার বিত্তবান, সম্মানিত ও বিশিষ্টজনের সন্তানদের লেখাপড়ার অন্যতম পছন্দের প্রতিষ্ঠান ছিল।<ref>"শতবর্ষে নবকুমার ইন্সটিটিউশন ও ড. শহীদুল্লাহ কলেজ"। দৈনিক যুগান্তর। ২০১৫-০৬-২২। সংগ্রহের তারিখ ২০২০-০৩-১৭।</ref>
ইতিহাস[সম্পাদনা | উৎস সম্পাদনা]
পুরানো ঢাকার অভিজাত এলাকায় শিক্ষার বিস্টার ঘটাতে ১৯১৬ সালে তৎকালীন জমিদার বাবু নবকুমার এই শিক্ষায়তন প্রতিষ্ঠা করেছিলেন। তাঁর নামেই প্রতিষ্ঠানটির নামকরণ করা হয়। ১৯৭৩ সাল পর্যন্ত এর শুধু বিদ্যালয় শাখা চালু ছিল। সেই বছর এর কলেজ শাখা শুরু হয়। বর্তমানে ঢাকার মীরপুরে অবস্থিত সরকারি বাঙলা কলেজের শ্রেণীপাঠ নবকুমার ইন্সটইটিউশনে শুরু হয়েছিল। ড মুহম্মদ শহীদুল্লাহ বাংলা কলেজে অধ্যাপনা করতেন। তাঁর স্মরণে নবকুমার ইন্সটিটিশনের কলেজ অংশটিউর নাম ড. শহীদুল্লাহ কলেজ করা হয়।<ref name=":0">"নবকুমার ইনস্টিটিউট"। বাংলাপিডিয়া। ২০২০-০৫-০৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০৩-১৭।</ref>
কৃতি শিক্ষার্থী[সম্পাদনা | উৎস সম্পাদনা]
- স্বাধীনতা পূর্ব সময়ের কৃতি অ্যাথলেট ও মুক্তিযোদ্ধা এ কে এম মিরাজ উদ্দিন এই প্রতিষ্ঠান হতে মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করেছিলেন।<ref>"বিস্মৃতির অতলে মানিকগঞ্জের শহীদ মিরাজ"। বাংলানিউজ২৪.কম। ২০১১-১২-২৭। সংগ্রহের তারিখ ২০২০-০৩-১৭।</ref>
- ১৯৬৯ এর গণ-অভ্যুত্থানে নিহত কর্মী মতিউর রহমান নবকুমার ইন্সটিটিউটের দশম শ্রেনীর ছাত্র ছিলেন।<ref name=":0" /><ref name=":1">"শতবর্ষ উদযাপন করলো ঐতিহ্যবাহী 'নবকুমার ইন্সটিউশন'"। চ্যানেল আই অনলাইন। ২০১৫-১২-১৯। ২০২০-০৫-০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০৩-১৭।</ref>
- সাবেক তথ্য ও যোগাযোগ মন্ত্রী নাজমুল হুদা এই প্রতিষ্ঠানের ছাত্র ছিলেন।<ref name=":1" />
তথ্যসূত্র[সম্পাদনা | উৎস সম্পাদনা]
<references />এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |