নাজিম খান
নাজিম খান (ইংরেজি: Nazim Khan) (জন্ম: ১১ই ফেব্রুয়ারি, ২০০০) একজন বাংলাদেশি কবি ও ব্লগার। তিনি চট্টগ্রাম জেলার আনোয়ারা উপজেলায় জন্মগ্রহণ করেন।
নাজিম খান | |
---|---|
![]() ২০২২ সালে খান | |
জন্ম | ১১ই ফেব্রুয়ারি, ২০০০। চট্টগ্রাম, বাংলাদেশ। |
জাতীয়তা | বাংলাদেশি |
মাতৃশিক্ষায়তন | চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় |
পেশা | কবি, ব্লগার। |
কর্মজীবন | ২০২০-বর্তমান |
যুগ | আধুনিক |
পরিচিতির কারণ | লেখালিখি, কবিতা, ব্লগিং। |
আদি নিবাস | চট্টগ্রাম, বাংলাদেশ। |
উচ্চতা | ১৬৩ সে.মি |
পিতা-মাতা |
|
ব্যক্তিগত জীবন[সম্পাদনা | উৎস সম্পাদনা]
নাজিম খান [১]২০০০ সালের ১১ই ফেব্রুয়ারি চট্টগ্রামে জন্মগ্রহণ করেন। তিনি অবিবাহিত। বর্তমানে তিনি যথাক্রমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন।[২] [৩] [৪] [৫]
প্রাথমিক জীবন[সম্পাদনা | উৎস সম্পাদনা]
মাদরাসায় পড়াশোনার মধ্য দিয়েই নাজিমের শৈশব শুরু হয়। বারখাইন জামেয়া জমহুরিয়া ফাযিল মাদরাসা থেকে ২০১৫ সালে তিনি এসএসসি ও ২০১৭ সালে এইচএসসি পাশ করেন। বর্তমানে উচ্চশিক্ষার তিনি যথাক্রমে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করছেন।
কর্মজীবন[সম্পাদনা | উৎস সম্পাদনা]
নাজিম ২০২০ সালে তিনি ‘বড় হওয়ার সূত্র’ ও‘শঙ্খ’ নামে দুটি গ্রন্থ লিপিবদ্ধ করেন। তাছাড়া তিনি ‘ভালোবাসা হলো না আজও’ নামে একটি গানও লিখেন।
রচনাবলি[সম্পাদনা | উৎস সম্পাদনা]
বছর | রচনাবলি | ধরন | লেখক |
---|---|---|---|
২০২১ | ভালোবাসা হলো না আজও | গান | নাজিম খান |
২০২০ | বড় হওয়ার সূত্র | উন্নয়নমূলক বই | নাজিম খান |
২০২০ | শঙ্খ | কাব্যগ্রন্থ | নাজিম খান |