বনানী কবরস্থান
বনানী কবরস্থান হল ঢাকার বনানী এলাকায় অবস্থিত একটি বিখ্যাত কবরস্থান। এটি সরকার পরিচালিত ঢাকার আটটি কবরস্থানের একটি এবং প্রায় ২২,০০০ কবর ধারণের ক্ষমতাযুক্ত এই কবরস্থানটি ঢাকা শহরের বৃহত্তম কবরস্থানগুলির একটি।<ref>পারভীন, শাহনাজ (১১ জানুয়ারি ২০১৮)। "ঢাকায় মরদেহ কবর দেয়ার জায়গার এত অভাব কেন?"। বিবিসি নিউজ বাংলা। সংগ্রহের তারিখ ২২ জুন ২০২০।</ref> এটির আয়তন প্রায় ১০ একর এবং প্রতিদিন এখানে দুটি থেকে তিনটি করব দেয়া হয়।<ref>"Dhaka's biggest graveyard by Dec"। দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। ২০১৩-০৬-০৪। সংগ্রহের তারিখ ২০২০-০৩-০২।</ref> বনানী কবরস্থানে সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু উল্লেখযোগ্য বাংলাদেশির কবর রয়েছে, যেমন ১৫ ই আগস্ট ১৯৭৫ সালের অভ্যুত্থানে শিকার ব্যক্তিদের কবর রয়েছে। এছাড়া এই কবরস্থানের ভিতরে ছোট একটি মসজিদ রয়েছে।
ইতিহাস[সম্পাদনা | উৎস সম্পাদনা]
কবরস্থানটি ১৯৭৩ সালে চালু করা হয়।<ref>লুয়া ত্রুটি মডিউল:উদ্ধৃতি/শনাক্তক এর 47 নং লাইনে: attempt to index a nil value।</ref> প্রথমে ব্যক্তিগত হিসেবে তৈরি করা হলেও পরে বনানী পৌরসভা ও ১৯৮১ সালে ঢাকা সিটি কর্পোরেশন এই কবরস্থানটি পরিচালনার দায়িত্ব নেয়।<ref>"বনানী কবরস্থানজুড়ে আধুনিকতার ছোঁয়া"। বাংলাদেশ প্রতিদিন। ১১ সেপ্টেম্বর ২০১৭। সংগ্রহের তারিখ ২৩ জুন ২০২০।</ref>
উল্লেখযোগ্য ব্যক্তি[সম্পাদনা | উৎস সম্পাদনা]
এই কবরস্থানে শায়িত কিছু উল্লেখযোগ্য ব্যক্তি হলেন:
- ফজলে হাসান আবেদ
- অলি আহাদ
- আলী যাকের
- গাজী শাহাবুদ্দিন আহমেদ
- ইয়াজউদ্দিন আহম্মেদ
- তাজিন আহমেদ
- ফরিদ আলী
- এম ইন্নাস আলী
- জুবাইদা গুলশান আরা
- আব্দুস সামাদ আজাদ
- নাজমুল হুদা বাচ্চু
- আঞ্জুমান আরা বেগম
- আনোয়ারা বেগম (শিক্ষাবিদ)
- ফিরোজা বেগম
- আবদুর রহমান বিশ্বাস
- আহমদ জামান চৌধুরী
- আমীন আহম্মেদ চৌধুরী
- মাইনুর রেজা চৌধুরী
- কমল দাশগুপ্ত
- খালেদা একরাম
- মুহাম্মদ মোশাররফ হোসেন
- আবুল কাসেম ফায়জুল হক
- আনিসুল হক (রাজনীতিবিদ)
- কাজী জাকের হোসেন
- মোহাম্মদ ইব্রাহিম (চিকিৎসক)
- মোঃ নূরুল ইসলাম
- সিরাজুল ইসলাম
- শাফায়াত জামিল
- জোহরা বেগম কাজী
- এনায়েতুল্লাহ্ খান
- আবদুল মোনেম খান
- এম হাসান আলী খান
- মাহবুব আলী খান
- শাহ এ এম এস কিবরিয়া
- এম এ মান্নান (স্নায়ুবিদ)
- বেবী মওদুদ
- মোহাম্মদ মনিরুজ্জামান মিঞা
- খালিদ মাহমুদ মিঠু
- মোহাম্মদউল্লাহ
- বেগম ফজিলাতুন্নেসা
- মিশুক মুনীর
- আরাফাত রহমান
- হোসনে আরা রহমান
- আইভি রহমান
- লতিফুর রহমান (বিচারপতি)
- শামসুর রাহমান
- জিল্লুর রহমান
- শাহনাজ রহমতুল্লাহ
- রাজ্জাক
- সাইফুদ্দিন
- আবদুর রব সেরনিয়াবাত
- ফজল শাহাবুদ্দীন
- শেখ রাসেল
- সৈয়দা জোহরা তাজউদ্দীন
চিত্রশালা[সম্পাদনা | উৎস সম্পাদনা]
তথ্যসূত্র[সম্পাদনা | উৎস সম্পাদনা]
বহিঃসংযোগ[সম্পাদনা | উৎস সম্পাদনা]
উইকিমিডিয়া কমন্সে বনানী কবরস্থান সংক্রান্ত মিডিয়া রয়েছে। |
- কবরস্থান ব্যবস্থাপনা, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন