বরুণ মজুমদার
বরুণ মজুমদার | |
---|---|
চিত্র:বরুণ মজুমদার.jpg | |
জন্ম | ৯ সেপ্টেম্বর ১৯৪২ |
মৃত্যু | ১৪ অক্টোবর ২০১৯ | (বয়স ৭৭)
মাতৃশিক্ষায়তন | কলকাতা বিশ্ববিদ্যালয় |
পেশা | সাংবাদিক, সংবাদ পাঠক, লেখক, শিক্ষক |
বরুণ মজুমদার (৯ সেপ্টেম্বর ১৯৪২ – ১৪ অক্টোবর ২০১৯) একজন ভারতীয় সাংবাদিক, সংবাদ পাঠক, লেখক ও শিক্ষক ছিলেন। সাহিত্য ও শিক্ষায় অবদানের জন্য তাকে ২০১১ সালে তাকে পদ্মশ্রী প্রদান করেছিল ভারত সরকার।<ref name="PadmaAwards">"Padma Awards Directory (1954–2014)" (PDF)। Ministry of Home Affairs (India)। ২১ মে ২০১৪। ১৫ নভেম্বর ২০১৪ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২২ মার্চ ২০১৬।</ref><ref>"Padma Shri Award Winners"। The Times of India। ২৫ জানুয়ারি ২০১১। সংগ্রহের তারিখ ১৫ অক্টোবর ২০১৯।</ref><ref>"Padma Awards 2011: The winners"। Rediff.com। ২৬ জানুয়ারি ২০১১। সংগ্রহের তারিখ ১৫ অক্টোবর ২০১৯।</ref>
জীবনী[সম্পাদনা | উৎস সম্পাদনা]
বরুণ মজুমদার ১৯৪২ সালের ৯ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন।<ref name=a/> ১৯৬৫ সালে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন।<ref name=b/>
বরুণ মজুমদার দশ বছর দৈনিক বসুমতী পত্রিকায় সাংবাদিকতা করেছেন।<ref name=a/> ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় তিনি যুদ্ধকালীন প্রতিনিধি হিসেবে বাংলাদেশে কাজ করেছেন।<ref name=b/> এছাড়া তিনি আকাশবাণী কলকাতায় সাংবাদিক ও সংবাদ পাঠক হিসেবে কাজ করেছেন।<ref name=b/>
বরুণ মজুমদার শিক্ষকতা ও সাহিত্যচর্চার সাথেও যুক্ত ছিলেন। তিনি পঞ্চাশটিরও অধিক গ্রন্থ রচনা করেছেন।<ref name=a/> তিনি বাজেশিবপুর বি কে পাল ইন্সটিটিউটে শিক্ষকতা করেছেন।<ref name=a/> এছাড়া, তিনি ইন্দিরা গান্ধী রাষ্ট্রীয় মুক্ত বিশ্ববিদ্যালয় ও মেদিনীপুর কলেজের প্রভাষক ছিলেন।<ref name=a/> সাহিত্য ও শিক্ষায় অবদান রাখার জন্য তিনি ২০১১ সালে পদ্মশ্রী লাভ করেন।
বরুণ মজুমদার ২০১৯ সালের ১৪ অক্টোবর মৃত্যুবরণ করেন।<ref name=a>"প্রয়াত 'পদ্মশ্রী' বরুণ মজুমদার"। বর্তমান। ১৫ অক্টোবর ২০১৯। সংগ্রহের তারিখ ১৫ অক্টোবর ২০১৯।</ref><ref name=b>"প্রয়াত আকাশবাণীর প্রাক্তন সাংবাদিক 'পদ্মশ্রী' বরুণ মজুমদার"। জি ২৪ ঘণ্টা। ১৫ অক্টোবর ২০১৯। সংগ্রহের তারিখ ১৫ অক্টোবর ২০১৯।</ref>