বেবি হালদার
বেবি হালদার | |
---|---|
জন্ম | টেমপ্লেট:Birth year and age কাশ্মীর, ভারত<ref name=hindu07>"IN CONVERSATION: `Writing has to be classless'"। The Hindu। ১৫ এপ্রিল ২০০৭। সংগ্রহের তারিখ ২০ মে ২০১২।</ref> |
পেশা | গৃহকর্মী, লেখিকা |
পরিচিতির কারণ | আলো আঁধারি (২০০২), Aalo Aandhari (A Life Less Ordinary) (২০০৬) |
বেবি হালদার (জন্ম ১৯৭৩) একজন ভারতীয় গৃহকর্মী ও লেখিকা। ২০০২ সালে হিন্দি ভাষায় প্রকাশিত তার আত্মজীবনী আলো আঁধারি-তে উনি তার কষ্ট করে বড় হয়ে ওঠা ও গৃহকর্মী হিসেবে কাটানো দিনগুলি নিয়ে লেখেন।<ref name=nyt06>Raka Ray; Seemin Qayum (২০০৯)। Cultures of Servitude: Modernity, Domesticity, and Class in India। Stanford University Press। আইএসবিএন 080477109X।</ref> বইটি ১৩টি আন্তর্জাতিক ভাষা সহ মোট ২১টি ভাষায় এখনো পর্যন্ত অনূদিত হয়েছে।<ref name=dna07>"Baby's day out in Hong Kong"। Daily News and Analysis। ১৯ মার্চ ২০০৭।</ref>
প্রথম জীবন ও বিবাহ[সম্পাদনা | উৎস সম্পাদনা]
বেবি হালদার কাশ্মীরে জন্মগ্রহণ করেন।<ref name=hindu07/> চার বছর বয়সে মুর্শিদাবাদ-এ থাকাকালীন ওনার বাবার মদ্যপানের স্বভাবের জন্য ওনার মা ওদের ছেড়ে চলে যান।<ref name=tribune06>"Maid to write sequel to autobiography"। The Tribune। ১১ আগস্ট ২০০৬। সংগ্রহের তারিখ ২০ মে ২০১২।</ref> অত্যাচারী বাবা ও সৎ মায়ের কাছে উনি বড় হন। কাশ্মীর থেকে মুর্শিদাবাদ হয়ে শেষ পর্যন্ত ওনারা পশ্চিমবঙ্গের দুর্গাপুরে থাকতে শুরু করেন। এখানেই বেবি হালদারের বড় হয়ে ওঠা।<ref name=tri10>"Housemaid makes it big in literature"। The Tribune। ২৭ মার্চ ২০১০। সংগ্রহের তারিখ ২০ মে ২০১২।</ref> ষষ্ঠ শ্রেণী অবধি অনিয়মিত স্কুল করবার পরে ১২ বছর বয়সে তার বিয়ে দিয়ে দেওয়া হয়।<ref name=dna07/> ওনার স্বামী ওনার থেকে ১৪ বছরের বড় ছিলেন ও সজ্জাশিল্পীর কাজ করতেন।<ref name=out2003>"The Diary of Baby Haldar"। Outlook। ২৪ ফেব্রুয়ারি ২০০৩।</ref><ref name=BBC2004>"From maid to bestselling author"। BBC News। ২১ সেপ্টেম্বর ২০০৪।</ref> ১৩ বছর বয়সে উনি প্রথম সন্তানের জন্ম দেন ও তার পরে পরেই আরো দুটির। এর সাথেই উনি গৃহকর্মী হিসেবে কাজ শুরু করেন। অবশেষে বহু বছরের পারিবারিক অত্যাচারের পর, ১৯৯৯ সালে ২৫ বছর বয়সে উনি ছেলে সুবোধ ও তাপস এবং মেয়ে পিয়াকে নিয়ে, স্বামীকে ছেড়ে ট্রেনে করে দিল্লীতে পালিয়ে যান। ছেলেমেয়েদের বড় করতে ও পড়াশুনা শেখাতে নতুন দিল্লীতে গৃহকর্মীর কাজ করতে থাকেন বেবি হালদার।<ref name=nyt06/><ref name=out2003/>