ব্যবহারকারী:Gani/খেলাঘর
সৌরভ গঙ্গোপাধ্যায়
![]() স্ক্রিপ্ট ত্রুটি: "Wikidata" নামক কোন মডিউল নেই। | |
ব্যক্তিগত তথ্য | |
---|---|
পূর্ণ নাম | সৌরভ গঙ্গোপাধ্যায় |
জন্ম | জুলাই ৮, ১৯৭২ |
ডাকনাম | দাদা, মহারাজ, প্রিন্স অফ কলকাতা |
উচ্চতা | টেমপ্লেট:Convert |
ব্যাটিংয়ের ধরন | বাঁহাতি |
বোলিংয়ের ধরন | ডানহাতি মিডিয়াম |
ভূমিকা | ব্যাটসম্যান |
সম্পর্ক | স্নেহাশিষ গঙ্গোপাধ্যায় (দাদা) |
আন্তর্জাতিক তথ্য | |
জাতীয় পার্শ্ব | |
টেস্ট অভিষেক (ক্যাপ [[টেমপ্লেট:তথ্যছক ক্রিকেটার/জাতীয়তা টেস্ট ক্রিকেটারদের তালিকা|২০৭]]) | ২০ জুন ১৯৯৬ বনাম টেমপ্লেট:তথ্যছক ক্রিকেটার/জাতীয় পার্শ্ব |
শেষ টেস্ট | ৬ নভেম্বর ২০০৮ বনাম টেমপ্লেট:তথ্যছক ক্রিকেটার/জাতীয় পার্শ্ব |
ওডিআই অভিষেক (ক্যাপ [[টেমপ্লেট:তথ্যছক ক্রিকেটার/জাতীয়তা একদিনের আন্তর্জাতিক ক্রিকেটারদের তালিকা|৮৪]]) | ১১ জানুয়ারি ১৯৯২ বনাম টেমপ্লেট:তথ্যছক ক্রিকেটার/জাতীয় পার্শ্ব |
শেষ ওডিআই | ১৫ নভেম্বর ২০০৭ বনাম টেমপ্লেট:তথ্যছক ক্রিকেটার/জাতীয় পার্শ্ব |
ঘরোয়া দলের তথ্য | |
বছর | দল |
১৯৮৯/৯০ - ২০০৬/০৭ | বাংলা |
২০০০ | ল্যাঙ্কাশায়ার |
২০০৫ | গ্ল্যামারগন |
২০০৬ | নর্দাম্পটনশায়ার |
২০০৮-২০১০ | কলকাতা নাইট রাইডার্স |
২০১১-২০১২ | পুনে ওয়ারিয়রশ্ |
টেমপ্লেট:তথ্যছক ক্রিকেটার/কর্মজীবন | |
উৎস: CricketArchive, ২৮ ফেব্রুয়ারি ২০০৯ |
সৌরভ গঙ্গোপাধ্যায় বা সৌরভ গাঙ্গুলী (টেমপ্লেট:IPAc-en; জন্ম ৮ জুলাই ১৯৭২) একজন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার এবং ভারতীয় জাতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক। সৌরভ গঙ্গোপাধ্যায় জন্মগ্রহণ করেন ৮ই জুলাই, ১৯৭২ সালে, কলকাতার বেহালায় একটি প্রতিষ্ঠিত পরিবারে। তিনি বিসিসিআই এর বর্তমান সভাপতি<ref>"Sourav Ganguly appointed Cricket Association of Bengal chief"। TOI। ২৪ সেপ্টেম্বর ২০১২। ৬ জানুয়ারি ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা।</ref> এবং উইসডেন ইন্ডিয়ার সভাপতি।<ref>"Wisden India Editorial Board"। Wisden India। ২৭ মে ২০১২। ১৫ অক্টোবর ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ অক্টোবর ২০১২।</ref> তার বাবার নাম চণ্ডীদাস গঙ্গোপাধ্যায় ও মাতার নাম নিরুপা গঙ্গোপাধ্যায়। সৌরভ মূলত তার দাদার সাহায্যে ক্রিকেট জীবনে প্রতিষ্ঠিত হন।
বাঁহাতি ক্রিকেটার সৌরভ গঙ্গোপাধ্যায় অদ্যাবধি ভারতের সফলতম টেস্ট অধিনায়ক বলে বিবেচিত হন; তার অধিনায়কত্বে ভারত ৪৯টি টেস্ট ম্যাচের মধ্যে ২১টি ম্যাচে জয়লাভ করে।<ref>"Ganguly back in the limelight"। news.bbc.co.uk। সংগ্রহের তারিখ ১৭ অক্টোবর ২০১০।</ref> ২০০৩ সালের ক্রিকেট বিশ্বকাপে তার অধিনায়কত্বেই ভারত ফাইনালে পৌঁছে যায়।<ref>Performance of India's Test Captains</ref> সৌরভ গঙ্গোপাধ্যায় কেবলমাত্র একজন আগ্রাসী মনোভাবাপন্ন অধিনায়কই ছিলেন না, তার অধীনে যে সকল তরুণ ক্রিকেটারেরা খেলতেন, তাদের কেরিয়ারের উন্নতিকল্পেও তিনি প্রভূত সহায়তা করতেন।<ref>http://news.bbc.co.uk/sport3/cwc2003/hi/newsid_2870000/newsid_2870400/2870451.stm</ref><ref>http://www.tribuneindia.com/2003/20031112/sports.htm</ref>
একদিনের আন্তর্জাতিক ক্রিকেটেও সৌরভ গঙ্গোপাধ্যায় বিশেষ খ্যাতিসম্পন্ন ক্রিকেটার। একদিনের ক্রিকেটে তার মোট রানসংখ্যা এগারো হাজারেরও বেশি।<ref>http://www.hindu.com/2005/08/04/stories/2005080411102100.htm</ref> একদিনের ক্রিকেটে তার সাফল্য সত্ত্বেও ক্যারিয়ারের শেষদিকে একদিনের ক্রিকেটে তার স্থলে দলে তরুণ ক্রিকেটারদের নেওয়ার প্রবণতা দেখা যায়। ২০০৮ সালের ৭ অক্টোবর সৌরভ ঘোষণা করেন যে সেই মাসে শুরু হতে চলা টেস্ট সিরিজটিই হবে তার জীবনের সর্বশেষ টেস্ট সিরিজ।<ref name="news.bbc.co.uk">[১]</ref><ref name=cricinfo>"Cricinfo - Players and Officials - Sourav Ganguly"। content-ind.cricinfo.com। সংগ্রহের তারিখ ২০০৮-০৫-১৯।</ref> ২০০৮ সালের ২১ অক্টোবর সৌরভ তার সর্বশেষ প্রথম-সারির ক্রিকেট ম্যাচটি খেলেন।<ref>টেমপ্লেট:Citation Retrieved 22 December.</ref>
প্রারম্ভিক জীবন[সম্পাদনা | উৎস সম্পাদনা]
৮ জুলাই, ১৯৭২ সালে, চন্ডীদাস ও নিরুপা গঙ্গোপাধ্যায় দম্পতির কনিষ্ঠ পুত্র সৌরভ গঙ্গোপাধ্যায় কলকাতাতে জন্মগ্রহণ করেন।<ref name=cricinfo>"Cricinfo – Players and Officials – Sourav Ganguly"। Cricinfo Magazine। ESPN। ২০ জুন ২০০৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৯ মে ২০০৮।</ref><ref name="FOOTNOTEDatta200721">Datta 2007, পৃ. 21।</ref> তাঁর পিতা, চন্ডীদাস গঙ্গোপাধ্যায় মুদ্রণ এর ব্যবসা ছিল এবং তিনি শহরের অন্যতম ধনী ব্যক্তিদের মধ্যে একজন ছিলেন।<ref name="FOOTNOTETiwari200516">Tiwari 2005, পৃ. 16।</ref>সৌরভের শৈশবকাল অত্যন্ত সুখকর ছিল এবং তাঁর ডাক নাম ছিল 'মহারাজা'। তাঁর পিতা, চন্ডীদাস গঙ্গোপাধ্যায় দীর্ঘ অসুস্থতার পর ২৩ ফেব্রুয়ারি ২০১৩ সালে ৭৩ বছর বয়সে মারা যান।<ref>PTI 2 (২১ ফেব্রুয়ারি ২০১৩)। "Sourav Ganguly's father Chandidas passes away"। The Times of India। সংগ্রহের তারিখ ১ মার্চ ২০১৩।</ref>
কলকাতা শহরে বেশির ভাগ লোকের প্রিয় খেলা 'ফুটবল' ছিল এবং তার ফলে সৌরভও প্রাথমিকভাবে এই খেলায় আকৃষ্ট হয়েছিলেন। তবে খেলাধুলার প্রতি তাঁর ভালবাসায় বাধ সাধল পড়াশুনো এবং তাঁর মা ক্রিকেট বা কোনও খেলাধুলা পেশা হিসাবে গ্রহণের পক্ষে সৌরভকে খুব একটা সমর্থন করেননি। <ref name=bio>"Biography of Sourav Ganguly"। Official website of Sourav Ganguly। Souravganguly.net। ৩০ মে ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৯ মে ২০০৮।</ref><ref name="FOOTNOTEDatta200722–23">Datta 2007, পৃ. 22–23।</ref> তবে ততক্ষণে তাঁর বড় ভাই স্নেহাশিস ইতিমধ্যে বেঙ্গল ক্রিকেট দলের একজন প্রতিষ্ঠিত ক্রিকেটার ছিলেন। তিনি সৌরভের ক্রিকেটার হওয়ার স্বপ্নকে সমর্থন করেছিলেন এবং তাঁদের পিতাকে গ্রীষ্মের ছুটিতে সৌরভকে একটি ক্রিকেট কোচিং শিবিরে ভর্তি করতে বলেন, সেই সময় সৌরভ দশম শ্রেণিতে পড়াশোনা করছিলেন।<ref name="FOOTNOTEDaityari20033">Daityari 2003, পৃ. 3।</ref>
ডানহাতি হওয়া সত্ত্বেও সৌরভ বাম হাতে ব্যাটিং করতে শিখেছিলেন যাতে তিনি তাঁর ভাইয়ের ক্রিকেট সরঞ্জাম ব্যবহার করতে পারেন।<ref name=bio/> ব্যাটসম্যান হিসাবে কিছু প্রতিশ্রুতি দেখানোর পরে, তাঁকে একটি ক্রিকেট একাডেমিতে ভর্তি করা হয়েছিল সাথে সাথে সৌরভের বাড়িতে একটি ইনডোর মাল্টিম-জিম এবং কংক্রিট উইকেট নির্মিত হয়েছিল যাতে তিনি এবং স্নেহাশিস ক্রিকেটের অনুশীলন করতে পারেন। দুই ভাই অনেকগুলি পুরানো ক্রিকেটের ম্যাচের ভিডিওগুলি দেখতেন, বিশেষত সৌরভের পছন্দ ছিল ডেভিড গাওয়ারের ভিডিওগুলি।<ref name="FOOTNOTETiwari200516">Tiwari 2005, পৃ. 16।</ref> ওড়িশার অনূর্ধ্ব ১৫ দলের বিপক্ষে সেঞ্চুরি করার পরে সৌরভকে তাঁর স্কুল, সেন্ট জেভিয়ার্সের ক্রিকেট দলের অধিনায়ক করা হয়েছিল, যেখানে তাঁর বেশ কয়েকজন সতীর্থ অভিযোগ করেছিলেন যে সৌরভ অধিনায়ক ছিল বলে তাঁর অহংকার ছিল। <ref name=bio/><ref name=ego>Coupar, Paul (২৭ নভেম্বর ২০০৫)। "The Awkward XI"। Cricinfo Magazine। ESPN। ৮ জানুয়ারি ২০১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২২ মে ২০০৮।</ref> কোনও এক সময় জুনিয়র দলের সাথে সফরকালে, সৌরভে দ্বাদশতম ব্যক্তি হিসাবে দলে থাকতে প্রত্যাখ্যান করেছিলেন, কারণ তিনি মনে করেছিলেন যে খেলোয়াড়দের জন্য সরঞ্জাম এবং পানীয় সরবরাহ করার দায়িত্ব, তাঁর কাজ নয়।<ref name="FOOTNOTEDaityari200315">Daityari 2003, পৃ. 15।</ref> তাঁর কাছে তাঁর দলীয় সতীর্থদের এমনভাবে সহায়তা কাজগুলির করা মানে হল তাঁর সামাজিক মর্যাদা থাকবে না এবং তিনি এমন কাজগুলি করতে প্রত্যাখ্যান করেছিলেন। <ref name="bbccomeback">Lilywhite, Jamie (১৬ জুলাই ২০০৭)। "Ganguly back in the limelight"। BBC। BBC Online। ৭ ডিসেম্বর ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ জানুয়ারি ২০১০।</ref> তবে তাঁর খেলোয়াড়ীত্ব তাকে ১৯৮৯ সালে বাংলার হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে আত্মপ্রকাশের সুযোগ দিয়েছিল এবং একই বছরই তাঁর ভাই বাংলার দল থেকে বাদ পড়েছিলেন।<ref name=bio/><ref name="FOOTNOTEDubey2006205">Dubey 2006, পৃ. 205।</ref>
ক্রিকেট জীবন[সম্পাদনা | উৎস সম্পাদনা]
অধিনায়ক[সম্পাদনা | উৎস সম্পাদনা]
তিনি শুধু একজন খেলোয়াড়ই নন, একজন বিখ্যাত অধিনায়কও ছিলেন। তিনি তার ক্রিকেট জীবনে সর্বমোট ৩১১টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন এবং ১১,৩৬৩ রান সংগ্রহ করেছেন। পাশাপাশি তিনি ১১৩টি টেস্ট খেলেছেন ও ৭,২১২ রান সংগ্রহ করেছেন। ভারতকে তিনি ৪৯টি টেস্ট ম্যাচে নেতৃত্ব দিয়েছিলেন যার মধ্যে ভারত জিতেছিল ২১টি ম্যাচে। সৌরভ গঙ্গোপাধ্যায় ভারতকে ১৪৬টি একদিনের আন্তজার্তিক ম্যাচে নেতৃত্ব দিয়েছিলেন যার মধ্যে ভারত জিতেছিল ৭৬ টি ম্যাচে। তিনি ভারতের একজন মিডিয়াম পেসার বোলারও ছিলেন। তিনি একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ১০০টি এবং টেস্টে ৩২টি উইকেট দখল করেন। এছাড়া তিনি একদিনের আন্তর্জাতিকে ১০০টি ও টেস্টে ৭১টি ক্যাচ নিয়েছেন।
২০০৮ সালের অক্টোবর মাসে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলার পর তিনি ক্রিকেট থেকে অবসর নেন। এরপরে ২০০৮, ২০০৯ ও ২০১০-এ আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেন এবং ২০০৮ ও ২০১০-এ এই দলকে নেতৃত্ব দেন। ২০১১ সালে অনুষ্ঠিত আইপিএলের চতুর্থ সিজনে নিলামে তিনি অবিক্রীত থেকে গেলেও শেষ পর্যন্ত পুনে ওয়ারিয়র্সের দলের প্রতিনিধিত্ব করেন। বর্তমানে তিনি দিল্লি ডেয়ারডেভিলসের মেন্টর।
অবসর পরবর্তী জীবন[সম্পাদনা | উৎস সম্পাদনা]
বর্তমানে সৌরভ গাঙ্গুলী সিএবি (CAB) এর সভাপতি এবং বিসিসিআই - উপদেষ্টা কমিটির সদস্য। সৌরভ আইএসএল ফুটবল দল অ্যাটলেটিকো দি কলকাতার (ATK) অন্যতম কর্ণধর।
সৌরভ গাঙ্গুলী বর্তমানে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল-এর প্রেসিডেন্ট পদে দায়িত্ব পালন করছেন সেই সাথে তিনি ভারতের ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট। এর আগে ভারতীয় ক্রিকেট দলের অন্যতম সফল এই অধিনায়ক বিসিসিআইয়ের টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান হিসেবে কাজ করেছেন।<ref>"ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট হচ্ছেন সৌরভ"। প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০১৯-১০-১৪।</ref>
অভিনয়[সম্পাদনা | উৎস সম্পাদনা]
জি বাংলার জনপ্রিয় রিয়েলিটি শো দাদাগিরিতে তিনি উপস্থাপক হিসেবে দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন। বকুল কথা জি বাংলার জনপ্রিয় ধারাবাহিকে তাকে দেখতে পাওয়া গিয়েছিল বকুলের আইডল হিসাবে৷ অভিনয়ে তার অবদান খুব একটা বেশি নেই৷<ref>"অভিনয়ে সৌরভ গাঙ্গুলী"। দেশ রূপান্তর। সংগ্রহের তারিখ ২০১৯-১০-১৪।</ref>
অধিনায়কত্বের পরিসংখ্যান[সম্পাদনা | উৎস সম্পাদনা]
টেস্ট ক্রিকেটে অধিনায়কত্ব পরিসংখ্যান | ||||||
মাঠ | সময়কাল | খেলার সংখ্যা | জয় | পরাজয় | টাই | ড্র |
---|---|---|---|---|---|---|
নিজ মাঠে | ২০০০-২০০৫ | ২১ | ১০ | ৩ | ০ | ৮<ref>"Team records | Test matches | Cricinfo Statsguru | ESPN Cricinfo"। Stats.espncricinfo.com। সংগ্রহের তারিখ ২০১২-০৬-০৭।</ref> |
বিদেশের মাঠে | ২০০০-২০০৫ | ৫১ | ২৪ | ২৪ | ০ | ৩<ref>"Team records | One-Day Internationals | Cricinfo Statsguru | ESPN Cricinfo"। Stats.espncricinfo.com। সংগ্রহের তারিখ ২০১২-০৬-০৭।</ref> |
নিরপেক্ষ মাঠে | ১৯৯৯-২০০৫ | ৫৯ | ৩৪ | ২৩ | ০ | ২<ref>"Team records | One-Day Internationals | Cricinfo Statsguru | ESPN Cricinfo"। Stats.espncricinfo.com। সংগ্রহের তারিখ ২০১২-০৬-০৭।</ref> |
সর্বমোট | ১৯৯৯-২০০৫ | ১৪৬ | ৭৬ | ৬৫ | ০ | ৫<ref>"Cricket Records | Records | India | One-Day Internationals | Most matches as captain | ESPN Cricinfo"। Stats.espncricinfo.com। সংগ্রহের তারিখ ২০১২-০৬-০৭।</ref> |
পুরস্কার[সম্পাদনা | উৎস সম্পাদনা]
সৌরভ মোট ৩১টি আন্তর্জাতিক একদিনের ম্যাচে সেরা খেলোয়াড়ের পুরস্কার পান।
ওডিআই ম্যান অব দ্য ম্যাচ[সম্পাদনা | উৎস সম্পাদনা]
তথ্যসূত্র[সম্পাদনা | উৎস সম্পাদনা]
বহিঃসংযোগ[সম্পাদনা | উৎস সম্পাদনা]
উইকিমিডিয়া কমন্সে Gani/খেলাঘর সংক্রান্ত মিডিয়া রয়েছে। |
- টেমপ্লেট:ক্রিকইনফো
- Cumulative Career Averages
- Fastest To Reach Multiples
- Sourav Ganguly News Articles
- [২]
টেমপ্লেট:S-start টেমপ্লেট:Succession box টেমপ্লেট:Succession box টেমপ্লেট:Succession box টেমপ্লেট:Succession box টেমপ্লেট:Succession box টেমপ্লেট:S-end
টেমপ্লেট:ভারতীয় টেস্ট ক্রিকেট অধিনায়কগণ টেমপ্লেট:ভারতীয় ওডিআই ক্রিকেট অধিনায়কগণ টেমপ্লেট:ওডিআইয়ে ৪০-এর বেশী ব্যাটিং গড়ের অধিকারী ব্যাটসম্যান টেমপ্লেট:ওডিআই ক্রিকেটে দশ হাজার রান সংগ্রহকারী ব্যাটসম্যান টেমপ্লেট:ভারত দল ১৯৯৯ ক্রিকেট বিশ্বকাপ টেমপ্লেট:ভারত দল ২০০৩ ক্রিকেট বিশ্বকাপ টেমপ্লেট:ভারত দল ২০০৭ ক্রিকেট বিশ্বকাপ
- স্ক্রিপ্ট ত্রুটিসহ পাতা
- ভারতীয় ক্রিকেটার
- ১৯৭২-এ জন্ম
- জীবিত ব্যক্তি
- ভারতের টেস্ট ক্রিকেটার
- টেস্ট ক্রিকেট অভিষেকে সেঞ্চুরি করা ক্রিকেটার
- ভারত জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক
- ভারতের একদিনের আন্তর্জাতিক ক্রিকেটার
- ১৯৯৯ ক্রিকেট বিশ্বকাপের ক্রিকেটার
- ২০০৩ ক্রিকেট বিশ্বকাপের ক্রিকেটার
- ২০০৭ ক্রিকেট বিশ্বকাপের ক্রিকেটার
- এসিসি এশীয় একাদশের একদিনের আন্তর্জাতিক ক্রিকেটার
- ল্যাঙ্কাশায়ারের ক্রিকেটার
- গ্ল্যামারগনের ক্রিকেটার
- নর্দাম্পটনশায়ারের ক্রিকেটার
- ভারতীয় ক্রিকেট ধারাভাষ্যকার
- কলকাতা নাইট রাইডার্সের ক্রিকেটার
- পুনে ওয়ারিয়র্স ইন্ডিয়ার ক্রিকেটার
- বঙ্গবিভূষণ প্রাপক
- বাঙালি ক্রিকেটার
- ভারতের টেস্ট ক্রিকেট অধিনায়ক
- মেরিলেবোন ক্রিকেট ক্লাবের ক্রিকেটার
- কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী
- ভারতীয় ক্রিকেট প্রশাসক
- বাঙালি হিন্দু
- বাংলার ক্রিকেটার
- কলকাতা থেকে আগত ক্রিকেটার
- ক্রীড়ায় পদ্মশ্রী প্রাপক
- ইন্ডিয়া গ্রীনের ক্রিকেটার