মোঃ নাইমুল হোসাইন
চিত্র:ব্লগার Md Naimul Hossain.png ব্লগার মোঃ নাইমুল হোসাইন | |
জন্ম | ২৮ সেপ্টেম্বর ১৯৯৬ মুক্তাগাছা, ময়মনসিংহ। |
জাতীয়তা | বাংলাদেশী |
নাগরিকত্ব | |
পেশা | ব্লগিং |
পরিচিতির কারণ | ব্লগার |
দাম্পত্য সঙ্গী | সুমি আক্তার লিজা |
সন্তান | জুবায়ের আবরার |
ওয়েবসাইট | www.trickbd24.xyz |
মোঃ নাইমুল হোসাইন - Md Naimul Hossain (জন্মঃ ২৮ সেপ্টেম্বর ১৯৯৬) একজন জনপ্রিয় ব্লগার। ২০১৫ সাল থেকে বিভিন্ন ব্লগে লেখালেখি করে আসছেন। লেখালেখিতে রয়েছে অসামান্য অবদান। বিভিন্ন ব্লগে লেখালেখির পাশাপাশি নিজস্ব ব্লগ সাইটে লেখালেখি শুরু করেন। বর্তমানে নিজস্ব 2 টি ব্লগ সাইটে লেখালেখি করছেন। খুব শীঘ্রই একটি অনলাইন নিউজ পোর্টাল চালু করতে যাচ্ছেন। বর্তমানে তার ব্লগ দুটি খুবই জনপ্রিয়। লগ দুটি হচ্ছে ট্রিকবিডি২৪, টেকইংলিশ।
জন্ম[সম্পাদনা | উৎস সম্পাদনা]
জন্ম ২৮ সেপ্টেম্বর ১৯৯৬। পেশা ব্লগিং। বাসস্থান, মেইন রোড গড়বাজাইল, মুক্তাগাছা, ময়মনসিংহ।