মৌলভী আবদুল করিম
মৌলভী আব্দুল করিম | |
---|---|
জন্ম | ১৮৬৩ পাঠানটুলা, সিলেট শহর, সিলেট, বাংলাদেশ |
মৃত্যু | ১৯৪৩ |
পেশা | শিক্ষক, স্কুলের সহকারী ইনস্পেক্টর, বিভাগীয় ইনস্পেক্টর |
জাতীয়তা |
মৌলভী আব্দুল করিম (২০ আগস্ট, ১৮৬৩- ১৯৪৩) ছিলেন একাধারে শিক্ষক, শিক্ষাব্রতী, সমাজসেবী ও দানশীল।<ref name="dcsylhet.gov.bd">"সিলেট জেলা তথ্য বাতায়ন"। ২৩ জুন ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ ডিসেম্বর ২০১১।</ref>
জীবন[সম্পাদনা | উৎস সম্পাদনা]
মৌলভী আব্দুল করিম সিলেট শহরের পাঠানটুলায় ১৮৬৩ সালের ২০ আগস্ট এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা নাম মোহাম্মদ নাদির। ১৮৮৬ সালে কলকাতা প্রেসিডেন্সী কলেজ থেকে অনার্সসহ বি.এ. পাশ করেন। পরে প্রথমে কিছুদিন আলিয়া মাদ্রাসায় শিক্ষকতা করেন। বিভিন্ন স্কুলসমূহের সহকারী ইনস্পেক্টর এবং বিভাগীয় ইনস্পেক্টর হিসেবেও তিনি দায়ীত্ব পালন করেন।<ref name="dcsylhet.gov.bd"/>
কর্ম[সম্পাদনা | উৎস সম্পাদনা]
প্রথমদিকে যে সকল বাঙালি মুসলমান স্কুলপাঠ্য-পুস্তক রচনা করে তিনি তার মধ্যে অন্যতম। তার লেখা উল্লেখযোগ্য বইয়ের মধ্যে "ভারতবর্ষে মুসলমান রাজত্বের ইতিবৃত্ত" (১৮৯৮) অন্যতম। কলকাতায় তিনি মুসলমানদের শিক্ষার জন্য দুটি বাড়ি দান করেছিলেন।<ref name="dcsylhet.gov.bd"/>
মৃত্যু[সম্পাদনা | উৎস সম্পাদনা]
তিনি ১৯৪৩ সালে মৃত্যুবরণ করন।
তথ্যসূত্র[সম্পাদনা | উৎস সম্পাদনা]
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |