লক্ষ্মীবাজার, ঢাকা
লক্ষ্মীবাজার পুরান ঢাকায় অবস্থিত একটি জনবহুল ঐতিহ্যবাহী এলাকা। এর নামকরণ হয়েছিল ঐ এলাকায় অবস্থিত প্রাচীন লক্ষ্মী নারায়ণ মন্দিরের নামানুসারে। পুরান ঢাকার ঐতিহ্যবাহী অনেক শিক্ষাপ্রতিষ্ঠান এখানে অবস্থিত বলে এ এলাকা ঢাকার অন্যতম গুরুত্বপূর্ণ এলাকা হিসেবে বিবেচিত।
ইতিহাস[সম্পাদনা | উৎস সম্পাদনা]
লক্ষ্মীবাজারের পূর্বনাম মিয়া সাহেবের ময়দান। ১৭৩০ সালের দিকে কাশ্মীরের মিয়া সাহেব আবদুর রহিম রিজভী এখানে এসে একটি খানকা প্রতিষ্ঠা করেন। ১৭৪৫ সালে তিনি মারা গেলেে এখানে তার মাজার প্রতিষ্ঠা করা হয়।
পলাশীর যুদ্ধের পর ভিখন ঠাকুর এখানে লক্ষ্মীনারায়ণ মন্দির স্থাপন করেন। তার প্রচেষ্টায় ও ইংরেজদের সহযোগিতায় ১৮৯০ সালে মিয়া সাহেব ময়দান এলাকাটি লক্ষ্মীবাজার নামকরণ করা হয়।<ref name="কিংবদন্তি">কিংবদন্তির ঢাকা, নাজির হোসেন, পরিবর্ধিত ৩য় সংস্করণ, এপ্রিল ১৯৯৫, পৃষ্ঠা ৩৮, ISBN 984-30-0153-2।</ref>
রাস্তা ও লেন[সম্পাদনা | উৎস সম্পাদনা]
- কুঞ্জ বাবু লেন
- সুভাষবোস এভিনিউ
- নন্দলাল দত্ত লেন
- গোবিন্দ দত্ত লেন
- মিউনিসিপ্যাল রোড
- কে জি গুপ্ত লেন
- পাতলা খান লেন
- নাসিরুদ্দিন সর্দার লেন
- কারকুন বাড়ি লেন
- নবদ্বীপ বসাক লেন
- শ্যামাপ্রসাদ লেন
- শিংটোলা রোড
- পাঁচ ভাই ঘাট লেন
চিত্রশালা[সম্পাদনা | উৎস সম্পাদনা]
|
|
|
তথ্যসূত্র[সম্পাদনা | উৎস সম্পাদনা]
<references />
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |