শাহীনবাগ
শাহীনবাগ বাংলাদেশের রাজধানী ঢাকার কেন্দ্রস্থল তেজগাঁও এর পাশে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ অঞ্চল। প্রধানমন্ত্রীর কার্যালয়ের নিকটে অবস্থিত হওয়ায় এলাকাটি ঢাকা শহরের <mapframe latitude="23.768362" longitude="90.391256" zoom="15" width="300" height="200" align="right" />একটি গুরুত্বপূর্ণ অঞ্চল। শাহীনবাগ অঞ্চল ঘিরে রয়েছে উত্তরে মহাখালী, পশ্চিমে ওল্ড বিমানবন্দর রোড, দক্ষিণে তেজগাঁও শিল্পাঞ্চল, কাওরান বাজার, নাখালপাড়া, তেজতুরী বাজার এবং তেজকুনিপাড়া এবং পূর্বে ঢাকা সেনানিবাসের বিএএফ শাহীন কলেজ দিয়ে।<ref>"Arrest, right away"। The Daily Star (ইংরেজি ভাষায়)। ২০১৪-০৫-১২। সংগ্রহের তারিখ ২০১৭-০১-২৯।</ref>
তথ্যসূত্র[সম্পাদনা | উৎস সম্পাদনা]
<references group=""></references>
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |