শেখ দীন মুহাম্মদ
শেখ দীন মুহাম্মদ | |
---|---|
![]() শেখ দীন মুহাম্মদ,থমাস মান বাইনস এর তোলা (১৮১০) | |
জন্ম | ১৭৫৯ |
মৃত্যু | ১৮৫১ (৯২ বছর) |
পেশা | পরিব্রাজক, শল্য-চিকিৎসক, ব্যবসায়ী |
দাম্পত্য সঙ্গী | জেন ডেলি |
সন্তান | রোসোনা মুহাম্মদ হেনরি মুহাম্মদ হোরাতিও মুহাম্মদ ফ্রেডেরিক মুহাম্মদ আর্থার মুহাম্মদ ডীন মুহাম্মদ আমেলিয়া মুহাম্মদ |
শেখ দীন মুহাম্মদ একজন অ্যাংলো-ভারতীয় পরিব্রাজক, শল্য-চিকিৎসক, ব্যবসা উদ্যোক্তা এবং যুক্তরাজ্য ও আয়ারল্যান্ডে প্রথম অভিবাসী ভারতীয়দের মধ্যে অন্যতম। তিনি প্রথম ইউরোপে ভারতীয় রন্ধনশৈলী ও শ্যাম্পু গোসলখানা প্রবর্তন করেন।<ref>pp. 148–149, 155–156, 160, দ্য ট্রাভেলস অব দীন মুহাম্মদঃ অ্যান এইটিনথ-সেঞ্চুরী জার্নি থ্রু ইন্ডিয়া, শেখ দীন মুহাম্মদ এবং মাইকেল হারবার্ট ফিশার, ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া প্রেস, ১৯৯৭, আইএসবিএন ০-৫২০-২০৭১৭-৩.</ref><ref group="টীকা-১">। অধুনা প্রচলিত শ্যাম্পু করা শব্দটি ১৮৬০ এর দশকে তার আধুনিক অর্থে ('চুল পরিষ্কার করা') ব্যবহার করা শুরু হয়। দেখুনঃ পৃষ্ঠা - ১৯৭, দ্য ট্রাভেলস অব দীন মুহাম্মদঃ অ্যান এইটিনথ-সেঞ্চুরী জার্নি থ্রু ইন্ডিয়া, শেখ দীন মুহাম্মদ এবং মাইকেল হারবার্ট ফিশার, ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া প্রেস, ১৯৯৭, আইএসবিএন ০-৫২০-২০৭১৭-৩, এবং "শ্যাম্পু", ভি., এন্ট্রি, পৃষ্ঠা - ১৬৭, অক্সফোর্ড ইংরেজি অভিধান, ২য় সংস্করণ, খন্ড ১৫, আইএসবিএন ০-১৯-৮৬১২২৭-৩.</ref> ইউরোপে তিনি চিকিৎসামূলক মালিশও প্রবর্তন করেন। শেখ দীন মুহাম্মদ প্রথম ভারতীয় যিনি ইংরেজি ভাষায় বই লিখেছেন।<ref>Fisher, Michael H. (২০০০-০২-১৫)। The First Indian Author in English: Dean Mahomed (1759-1851) in India, Ireland, and England (ইংরেজি ভাষায়)। Oxford University Press।</ref>
জীবনালেখ্য[সম্পাদনা | উৎস সম্পাদনা]
তৎকালীন অবিভক্ত বাংলার বিহার রাজ্যের পাটনায় ১৭৫৯ সালে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে শেখ দীন মুহাম্মদের জন্ম। আত্মজীবনী অনুসারে তার পরিবার ছিল বাংলার নবাবদের সাথে সম্পর্কিত এবং তার পূর্ব পুরুষরা মুঘল সম্রাটদের প্রশাসনিক কাজে নিয়োজিত ছিলেন। মুঘলদের রসায়নবিদ্যার অনেককিছু শেখ দীন মুহাম্মদ শিখে নেন এবং তাদের তেল, সাবান, সুগন্ধিদ্রব্য, শ্যাম্পু ইত্যাদি তৈরীর কৌশল আয়ত্ত করে ফেলেন।
ভারতীয় উপনিবেশের বঙ্গ প্রদেশে শেখ দীন মুহাম্মদ বেড়ে ওঠেন। তিনি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাঙালী ফৌজে (সেনাবাহিনী) যোগ দেন শিক্ষানবীশ শল্য-চিকিৎসক হিসেবে। মাত্র ১০ বছর বয়েসে তিনি সেনাবাহিনীর সাথে সম্পৃক্ত হয়ে পড়েন এবং ক্যাপ্টেন গডফ্রে ইভান বেকারের অধীনে কাজের সুযোগ পান। ১৭৮২ সাল পর্যন্ত তিনি ক্যাপ্টেন বেকারের বাহিনীতে থাকেন। ঐ বছর ক্যাপ্টেন বেকার সেনাবাহিনী থেকে ইস্তফা দিলে শেখ দীন মুহাম্মদও পদত্যাগ করেন এবং 'তার ঘনিষ্ঠ বন্ধু' ক্যাপ্টেন বেকারের সাথে যুক্তরাজ্যে চলে আসেন।<ref name=tracingasianroots/>
১৭৮৪ সালে বেকার পরিবারের সাথে শেখ দীন মুহাম্মদ আয়ারল্যান্ডের কর্ক শহরে অভিবাসী হন।<ref name=tracingasianroots/> সেখানে তিনি ইংরেজি ভাষায় দক্ষতা বৃদ্ধির জন্য একটি বিদ্যালয়ে ভর্তি হন। এখানেই তার সাথে জেইন ডেলি নামের এক সুন্দরী আইরিশ কিশোরীর পরিচয় হয় এবং তারা পরস্পরের প্রেমে পড়েন। জেইনের পরিবার এর বিরোধিতা করলে তারা পালিয়ে অন্য শহরে চলে আসেন।<ref>"Deen Mahomed [1759-1851]: soldier, writer, businessman"। ১৯ ফেব্রুয়ারি ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ অক্টোবর ২০১১।</ref> মুহাম্মদ ১৭৮৬ সালে জেইনের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন।<ref name=tracingasianroots>"Dean Mahomed's Early Life in India"। Moving Here: Tracing Your Roots। সংগ্রহের তারিখ ২০০৯-০১-১০।</ref><ref name=Ansari/> পরে উনিশ শতকের শুরুতে তারা ইংল্যান্ডের ব্রাইটন শহরে চলে আসেন।<ref name=Ansari>টেমপ্লেট:Citation</ref>
টীকা[সম্পাদনা | উৎস সম্পাদনা]
তথ্যসূত্র[সম্পাদনা | উৎস সম্পাদনা]
বহিঃসংযোগ[সম্পাদনা | উৎস সম্পাদনা]
উইকিমিডিয়া কমন্সে শেখ দীন মুহাম্মদ সংক্রান্ত মিডিয়া রয়েছে। |
- টেমপ্লেট:ওপেন প্ল্যাকস
- "Sake Dean Mahomet, Europe's first Asian Shaikh"[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ], দ্য নিউজ ইন্টারন্যাশনাল, পাকিস্তান (ইংরেজি)
- "Making History – Sake Dean Mahomed – Regency 'Shampooing Surgeon'", বিবিসি - সম্প্রচারের বাইরে (ইংরেজি)
- ব্রাইটনে কালো ইতিহাস (ইংরেজি)